...

6 views

স্বরচিত ছোটগল্প - ' আধ্যাত্মিক ' 🕯️🔱 🌺


ভক্তির পবিত্র কণাগুলো কী সাদা ! কী শান্তি ! হৈমন্তী আলো ! চৈতন্য ! আর অবশেষে বিলীন হয়ে যাওয়া ঈশ্বরে ...
নীরব কোনো সবুজ আয়তক্ষেত্রে অধিষ্ঠিত হয়ে ধ্যানে মগ্ন মহাপুরুষ ওম চিহ্নে ব্রহ্মের নিকট পৌঁছোয়,আর,মোক্ষলাভের প্রার্থনায় নিজেকে সমর্পণ করতে করতে কখন যে সে বায়ুর সাথে মিশে শূন্য হয়ে যায়,তা কল্পনা করাও দুঃসাধ্য।
এককথায়,পরমাত্মা আর আত্মার মিলনে এক অবিনশ্বর কোশ তৈরি হয়,যার কোনো রক্ত নেই , জীবন নেই , রোগ নেই ...
অথচ সে পরম আনন্দ,পরম শান্তি..
মন্দির,মসজিদ,স্বর্গ,আল্লা,ভগবান সবটুকু যেন ওই একটা...