মুখোমুখি
মুখোমুখি
সুব্রত বেরা
সুদীপ্ত বাবু গত দুই বছর বিছানার সঙ্গে সখ্য।পাশের চেনা ট্রেন লাইনে ডাউন ট্রেন আসার সময় একটা বাড়তি চঞ্চলতা লক্ষ্য করা যায়।
সেদিনও বাদ পড়েনি।কাজের মেয়ে,যমুনা বললে,’বাবু!আমায় ক্ষ্যামা করবেন।আপনাকে না জানিয়ে বালিশের নিচে রাখা চিঠিটা আমি বৌদিমনিকে...’।
গত বাইশ বছর হলো ,সুপ্রিয়া নিজের চার বছরের কন্যা লাবণ্যকে সাথে করে বেরিয়ে যায় আর ফিরে আসেনি।তার পর থেকেই সুদীপ্ত একদম কেন্দ্রমুখী।হাসিগুলো যেনো বন্ধক দেওয়া হয়েছে।ভবঘুরে রোগগুলো অযত্ন ও অবহেলা শরীরে বাসা বেঁধেছে।
যমুনার মুখে চিঠির কথা শুনতেই জোর করে কোটরের ভিতরে থাকা চক্ষু দুটির...