...

12 views

বিশ্বাস নিয়ে খেলা
সেই দিন বেশ কিছু স্বপ্ন দেখেছিল এই চোখদুটি আমার। একটি বিশ্বাস ভাঙার পর আবার যেনো নতুন করে বিশ্বাস জেগেছিলো, অচেনা পথে পা বাড়িয়ে কোনো কথা না ভেবেই অন্ধের মতো হাঁটতে শুরু করেছিলাম। চারিদিকে ছিলো আলো, সুগন্ধে ভরা ফুলের বাগান, মিষ্টি জলের ঝর্না, রঙিন পাখির কি মধুর গান।
বেশ আনন্দে ঘুরছিলাম সেই বাগানে ....
কিছুদিন পর নামলো বিশাল ঝড় আর বৃষ্টি.......
সবকিছু যেনো উজাড় করে দিয়ে গেলো, না জানি পাখিগুলো কোথায় অদৃশ্য হয়ে গেলো, ঝর্ণা যেনো বিলুপ্ত,
আর ফুলগুলো যেনো মূর্ঝে গেলো....
সূর্য এখনও আকাশে কিন্তু চারিদিক অন্ধকার.......
কি হলো কি জানি.....
পাশ থেকে কিছু একটা ভাঙার শব্দ পেলাম,
যখন ব্যাপারটা ঠিক বুঝলাম ....
তখন অনেকটা সময় পেরিয়ে গেছে....

আবার আমার বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে....

যা হইতো আর জুড়বে না।