...

5 views

অভিশপ্ত_বাড়ি
#অভিশপ্ত_বাড়ি

#পর্ব_১

#লেখনিতেঃ @ইচ্ছে ডাইরি

স্যার কই যান??? –দারোয়ান

কেন এই বাড়িতে।এই বলে আশেপাশে সবাইকে খুজতে লাগলাম।–রাসেল

এই কথা শুনে দারোয়ান আমার দিকে কতক্ষন তাকিয়ে রইল।দেখে মনে হচ্ছে খুব অবাক হচ্ছে।

এই যে চাচা কি হল।(একটু ঝাকুনি দিলাম) –রাসেল

স্যার আপনি এই বাড়িতে কেন যাবেন???–দারোয়ান

আসলে আমরা বেশ কয়েকজন ফেন্ড মিলে এখানে কয়েক দিনের জন্য পিকনিক করতে আসছি।ত এখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।এইযে ঠিকানা।ঠিকানাটা দারোয়ান চাচাকে দেখালাম।–রাসেল

এটাত এখানের ঠিকানা না এটা এই রাস্তার বিপরীতে যে রাস্তা আছে সেখান থেকে ডান দিকে গেলে এই ঠিকানার বাড়ি। –দারোয়ান

ওহ আচ্ছা।ধন্যবাদ চাচা।তারপর দারোয়ান চাচাকে সালাম দিয়ে চলে গেলাম।কিন্তু মাথায় একটা কথা কিছুতেই ধুকছে না যে বাড়িটার কথা জিজ্ঞেস করতে এমন করল কেন???–রাসেল

-----যাই হক আমি চাচার দেখানো রাস্তায় চলে গেলাম। গিয়ে দেখি ওরা সবাই চলে আসছে। শুধু আমি বাকি।
ওরা আমারে দেখে বলতে লাগল কিরে কই ছিলি।

আসলে আমি ভুল রাস্তায় চলে গেছিলাম। –রাসেল

ও বলল কি ভুল রাস্তা কিন্তু তরে ত আমি বাড়ির ঠিকানা মেসেজ করছিলাম তাহলে...