...

3 views

অশনি সংকেত
পর্ব ১

হঠাৎ ওঠা কালবৈশাখী ঝড়ের তীব্র দাপটে হঠাৎ সারা প্রকৃতি যেন প্রবল ঝংকারে গর্জে উঠেছে।স্বর্গ মর্ত্য পাতালে সবকিছু ফুঁড়ে যেন বেরিয়ে আসছে বহুদিন ধরে চেপে থাকা প্রকৃতির রোষানলের তীব্র আস্ফালন।মধ্যাহ্নের ভাতঘুমের সময়। সর্বজয়াদেবী ভাঁড়ার ঘরে গিয়ে গতকালের গড়ে রাখা নারকেল নাড়ুর বয়ামটা হাতে নিয়ে নাতনীকে ডাক দিতে যাবেন...এমন সময় হঠাৎ এমন তীব্রবেগে ঝড়টা উঠল যে এখনই দরজা জানলা বন্ধ না করলে ঘরের সব জিনিসপত্র একেবারে ওলটপালট হয়ে...