রাশশা মশাইয়ের পুত্রগণ
চন্দ্র রাজ্য। মহারাজ ইন্দ্র ছিলেন সেই রাজ্যের রাজা। তিনি ছিলেন শান্ত মানুষ। তবে আপনারা যেমন শান্ত ভাবছেন তেমন না। ব্যাপারটা কিছু অন্যরকম। তিনি সবার সামনে রাখতেন না। তার রাগ উঠলে তিনি আড়ালে গিয়ে সেনাপতিদের বলে দোষীদের শাস্তি দিতেন। নতুবা ওনার সামনে এনে জিজ্ঞাসাবাদ করতেন। ওই রাজ্যের একজন বিখ্যাত রাঁধুনি ছিলেন নাম রাশশা মশাই। তার রান্নার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছিল। রাজার কানেও সেই খবর হাজির হয়। একদিন রাজা তার সেনাপতি যার নাম বরেন্দ্র তাকে পাঠালেন রাশশা মশাইয়ের বাড়িতে। খবর দিতে রাজা ইন্দ্র তার বাড়িতে আসবেন তার হাতের রান্না স্বাদ দেখতে। রাশশা...