জ্যান্ত কবজ
বক্সিগঞ্জের এক পাড়াগাঁয়ে রহিম এবং করিম ছুলছুলি (ডাকনাম) বলিয়া দুইজন বসবাস করিত। উহারা গ্রামের মধ্যে নানান বিবাদে জড়িয়া পড়িত। তাহারা এক প্রকার বদমাইশ ছিল। এমনিতেই বক্সিগঞ্জ সুবিধাজনক ছিল নাই। সারাদিন চুরি চামারি হিংসা বিদ্দেষ উগ্রমেজাজ লেগেই থাকিত। উহারা মুছলমান হওয়ার জন্য উহাদের গাঁয়ের লোকে মান্য করিত। অল্প অল্প সময়ে নামাজ পড়িত। বয়স্ক ছিল মোটামুটি পঞ্চাশ কি বাহান্ন হইবে। তাহারা গ্রামে নানান অপকর্মে জড়িত ছিল। নানান মামলা মোকাদ্দামা। এক সময় বক্সিগঞ্জে ওলাওঠা রোগ হইয়া মৃত্যু হইয়াছিল অনেকের, সে সুজোগে উহারা সিঁধ কাটিয়া চুরি করিয়া কিছু কামাইয়া নিয়াছে। সেসব মালকড়ি ফুরাইতেই উহাদের চিন্তা হইল কিভাবে তাহারা সংসার চালাইবে। রহিম করিম দুই বন্ধু মিলিয়া যুক্তি করিল যে, তাহারা বিদেশে যাইবে কাজের সঁন্ধানে। বিদেশে যাইয়া কিছু কামাই করিয়া গৃহের দিকে ফিরিবে, নচেৎ ফিরিবে না। উহারা বৌ বাচ্চা রাখিয়া, একদিন প্রভাত হইবার পূর্বেই বাহির হইয়া যাইল। প্রভাত যখন হইল, তখন রেলস্টেশন পৌঁছাইয়া গিয়াছে। উহারাদের তখন উদর ভোজনের প্রয়োজন পড়িয়া গেল। শহরে কি আর বিনা পয়সায় কেইবা খাইতে দিবে। পোটলাতে কিছু খাবার ও কাজ করিবার যন্ত্রপাতি রহিয়াছে। উক্ত খাবার এখনই খাইয়া লইলে সমস্ত পথে কি খাইবে ভাবিতে লাগিল। করিম ছুলছুলি ভাবিতে ভাবিতে একটা উপায় বাহির করিল। যে উহারা বিনা পয়সায় খাইবে পেট পুরিয়া। করিম যুক্তিটা রহিমের কর্ণমূলে ফিসফিস করিয়া প্রবেশ করিয়া দিল। রহিম করিমের যুক্তিতে রাজি হইয়া একটা শহরের বড় হোটেলে যাইয়া চেয়ারে বসিয়া পড়িল। ভাত মাছ মাংস দই ইত্যাদি অর্ডার করিল। কিছুক্ষণ পরে হোটেলের এক কর্মচারি আসিয়া উহাদের সম্মুখে অর্ডার করা নানান খাবার উপস্থাপন করিয়া চলিয়া গেল। রহিম ও করিম চট জলদি গোগ্রাসে খাইতেছে। ইহা দেখিয়া আশে পাশের ভোজনকারীগণ উহাদের ভোজন পক্রিয়া দেখিতেছে। বারবার ভাত মাছ মাংস ডাল আনিতে আনিতে বিরক্ত হইয়া যাইতেছে হোটেলের কর্মচারীবৃন্দ। অনেকে হা হা করিয়া হাসিতেছে। আবার কেউ রুমাল দিয়া মুখ আবৃত করিয়া হাসিতেছে। ইহা দেখিয়া অনেকের ভোজন উঠিয়া গেল। অনেকে হাত তালি দিতেছে। কেহ সাহস দিতেছে আরো খাইবার জন্য। রহিম ও করিম উহাদের উৎসাহ দেখিয়া জোরে জোরে খাইতে লাগিল। কিন্তু তাহাদের পকেটের পয়সার দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তাহারা পয়সার কথা ভুলিয়া গিয়াছে, উহারা মনে করিতেছে ইহা গ্রাম্য মুছলিম পরিবেশের বিবাহ অনুষ্ঠানের আহার খাইতেছে।...