...

8 views

রক্তপিপাসু
"শেষ একজনই পড়ে আছে, যে এই গোপন তথ্য জানে। ওকে সরিয়ে দিলে আর কোনো প্রমাণ থাকবে না।", সৌরভ ওবেরয় তার PA-কে বলল।

হরিনাথ দাশ বলল, " ওকে শেষ করে দিলেই খেলা শেষ।"

রাজু ভার্গব বললেন," রুকো ভাই, তুম উসকা নাহি জানতে। উসনে লাস্ট পাঁচ সালো মে তিশ কে আসপাস কাতল কিয়ে হে। বহত চালাক হ্যা, পয়সা কিউ নাহি মাঙ্গা হো হি সোচ রাহা হু।"

সৌরভ বলল," এই secret বাইরে গেলে আমিও বাঁচব না, আর হয়তো তোমরাও না । ওই জিনিসটার কথা কেউ জানলে...

হরিনাথ বলল, " নাম কি ছেলেটার? গুড্ডু গণেশ কে বলছি, ৭-৮টাকে নিয়ে গিয়ে ঠিকানা লাগিয়ে দেবে।"

রাজু বলল, " বাকি তো উসকা আইডেন্টিটি হ্যা নেহি। বাস লোগ উসে S কেহেতে হে। কাব কাহা যাতা হ্যা কুছ না পাতা, টেনশন না লো পাতা লাগাতে হে।"
এই বলে সবাই ওবেরয় বিল্ডিং এর বাথরুম থেকে বেরিয়ে যে যার কাজের জন্য রওনা দিল। স্বাভাবিকভাবেই ওই বস্তুটার কথা যে জানে, সে এমন একটা খবর জানে যা পৃথিবীর ভিত নড়িয়ে দিতে পারে। সৌরভের আতঙ্কিত চোখ তার জলজ্যান্ত প্রমাণ।
সৌরভ ওবেরয়, তার স্ত্রী মিহিকা ওবেরয়,ও তাদের মেয়ে সুরঞ্জনা সব মিলিয়ে কোটি কোটি টাকার মালিক, একাধিক বাংলো, ক্যাসিনো, সিগারেট ফ্যাক্টরি, বেআইনি চন্দন কাঠ সাপ্লাই থেকে এক্সটরশানেও নাম আছে। রাজু শহরের নামজাদা সোনা ব্যবসায়ী। আসলে সরকারের কাছ থেকে কাগজ...