...

3 views

মায়ের মন( Read in caption)
মা শব্দটা শুনতে অথবা বলতে যতটা ভালো লাগে তার থেকে সেই মা মানুষটাকে শ্রদ্ধা করতে খুব ইচ্ছা করে।
আর যাই হোক না কেন ঈশ্বরের সৃষ্ট দুটি জিনিস সবচেয়ে সুন্দর,এক হলো এই বিশ্ব বা জগৎ আর দুই হলো মা।তবু সবার কপালে এই 'মা' শব্দটা ডাকার সুযোগ থাকে না, আর যাদের থাকে তারা এই মানুষটাকে অসম্মান,অশ্রদ্ধা করে।দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে থাকা প্রভাবতী দেবীর জীবনেও একই অবস্থা।বয়স ৬০ বছরের বেশি।তবু মনটা বড্ডো সরল,মিসুকে ও নরম স্বভাবের মানুষ তিনি।প্রভাবতী দেবীর দুই ছেলে।বড় ছেলে একজন নামকরা উকিল আর ছোট ছেলে একটু খামখেয়ালি,মনে যা আসে তাই করে।কখনো মাছের ব্যাবসা করছে তো কখনো ঘরে বসে আছে।তবে সে আঁকতে বড় ভালোবাসত।কিন্তু দুর্ভাগ্যবশত সে এখন বিবাগী হয়ে গেছে।তার সাথে এ বাড়ির লোকের কোনো যোগাযোগ নেই।যদিও সে বাড়ি ফিরলেও প্রভাবতী দেবী তা জানতে পারবেন না।কারণ এত কষ্ট করে মানুষ করার পরও বড়ছেলে অমানুষের মতো মাকে...