...

4 views

অর্ধাঙ্গিনী
সব সমাজের নিয়মে নয়
কিছু কাজ অনিয়মেই হয় l
যেদিন তুমি এসেছিলে মনের আঙিনায়
হয়েছিলাম পরাজয় নিজের ভাবনায় ,
পুষে রাখা অবাধ জোয়ার
খুলেছিলো তার কাঙ্খিত দুয়ার ,
নিজেকে অর্ধাঙ্গিনী দেখেছিলাম
আয়নায়
রঙিন স্বপ্নে বেঁধেছিলাম অটুট পরিণয় ,
ভাবতেই পারো এটি নিছকই অভিনয়
ওই যে বললাম কিছু কাজ অনিয়মও হয় l
নাইবা পেলাম তোমার হাতের একটু সিঁদুর
তোমার নামেই চলবো আমি জীবন যতদূর l