...

9 views

একটা আকাশ⛅
মাগো,একটা আকাশ দেবে আমায়, মেলবো ডানা ওই দূরে,জরাবো বক্ষে একটু ধূলো ।।
চক্ষু পলক স্তব্দ করবো কোন জ্যোৎস্না মাঝে,
উজার করবো যত কথা সকাল সাঝে।।

মাগো, একটা আকাশ দেবে আমায়,
মেশাবো সাত রং রামধূলির তুলিতে।।
আকুল আকুতিতে লিখবো ছন্দ,
জীবন নামক নাট্যমঞ্চের শেষ পাতাতে।।

মাগো, একটা আকাশ দেবে আমায় কুহলিকা, প্রহলিকা, জমাটবদ্ধ করতে আমার চিলেকোঠায়।।
লুকতো যত অসুখ আঙুলের ফাঁকে।।
এমন একটা বিকেল দেবে কী আমায়,

কুঁড়ি ভেঙে ফুল হয়ে সুভাস ছড়াতে?