...

1 views

মার্ক এ্যান্টনীর মনের খবর
মার্ক এ্যান্টনী কাকে ভালবাসতেন—সিজারকে, নাকি ব্রুটাসকে? শেক্সপিয়রের JULIUS CÆSAR নাটকে সিজারের মৃত্যুর পর এ্যান্টনী বল্লেন, “আমি সিজারকে সমাধিস্থ করতে এসেছি, তাঁর স্তুতি করা আমার উদ্দেশ্য নয়।” কিন্তু বর্ক্তৃতাকালে তিনি কৌশলে ব্রুটাসের দোষ ধরলেন এবং তৎসত্ত্বেও ব্রুটাসকে একাধিকবার ‘honorable man’ বলে উল্লেখ করলেন। পরে তিনি ব্রুটাসকে গুণী বক্তা এবং নিজেকে নগণ্য বলে বর্ণনা করলেন। তিনি এ-ও বল্লেন যে, যদি সিজারের দেহের ক্ষতগুলো কথা কইতে পারত, তাহলে রোমের সমস্ত প্রাচীর যন্ত্রণায় গুমরে কাঁদত এবং বিদ্রোহ ঘোষণা করত। এ্যান্টনীর কথা থেকে এই তথ্যও জানা যায় যে যুদ্ধ জয়ের পর তিনি তিনবার সিজারকে রাজমুকুট পরিয়ে দিতে গিয়েছিলেন, কিন্তু সিজার তিনবারই তা প্রত্যাখ্যান করেন, যা প্রমাণ করে তিনি উচ্চাকাঙ্ক্ষী ছিলেন না। এ্যান্টনীর বক্তব্য প্রমাণ করে যে, তিনি সিজারকে ভালবাসতেন। তৎসত্ত্বেও তিনি ব্রুটাসের বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং ব্রুটাসের আত্মহত্যার পর তিনি ব্রুটাসের সম্বন্ধে বল্লেন, “This was the noblest Roman of them all...His life was gentle, and the elements so mixed in him that Nature might stand up and say to all the World, ‘This was a man!’”

তাহলে এ্যান্টনী কি চাইতেন?

এরপর এ্যান্টনী মিশরের রাণী ক্লিয়োপেত্রার প্রেমে পাগলপারা হয়ে রাজধর্ম্ম পর্যন্ত ভুলে গেলেন! অবাক লাগে না? এরপর ক্লিয়োপেত্রার জন্য তিনি যুদ্ধক্ষেত্রে আত্মহত্যা করলেন। কেন? ভেবে অবাক হই আজও। সত্যি, এ্যান্টনীর মনের খবর বোধহয় আজও পেলাম না!

আপনাদের কী মত?

—Nemo

18 May 2016

Revised on 25 May 2024

ছবিঃ গুগল

#kaustavmondal


© Van Helsing