...

4 views

দ্বৈত
*তোমার তর্জনী উঁচিয়ে বলা সে'ই কথাটা আজও তীরের ফলার মতো ছিন্নভিন্ন করে তোলে হৃৎপিণ্ডটা ...... নাঃ কোনো ঔষধি প্রলেপ এখনও পাইনি আমি, এ ক্ষত হতে চুঁইয়ে পড়া রক্তের দাগ দেখা যায় না ! কিন্তু সে দাগ আমি ধুয়ে দিই রো-জ, তবু একটা আঁশটে গন্ধে দম বন্ধ হয়ে আসে । ভিতরের জুঁই ফুলের গাছটা; মনে আছে যেটা এক চৈতী দিনে রোপন করে ছিলাম আমরা, সেও ব্যর্থ.... তার সুগন্ধ আজ বড়োই ম্লান !! হয়তো তাও ছিলো এক নিদারুণ মায়া ..... আজ একটাই কথা ভীষণ মনে হয় জানো, আমি বিশ্বাস করি বলতে পারো -

" মিছেই ছায়াকে বাঁধি মায়ার ডোরে, ছায়া যে আঁধারে লীন -
নির্জন হৃদতট রয় জনশূন্য, কেউ চোকায় না পারাপারের ঋণ । "

জেনে রেখো তুমিও কেবল এক ছায়া ছিলে মাত্র .....

ইতি - পারমিতা ।

চিনতে পারছো এই চিঠিটা ... মিস্ দময়ন্তী সেন !! না না একটু ভুল বললাম 'পৃথা' । তুমি অস্বীকার করলেও তোমার ফ্যানরা কিন্তু জানে এ তোমারই হাতের লেখা... হুম !! প্রায় কয়েক লক্ষ তোমার ফ্যান ফলোয়ার নাঃ ?? ধরো, যদি তাদের জানিয়ে দিই ঘটনাটা ! কয়েক সেকেন্ডে সেটা শূন্য হয়ে যাবে ..... " নাঃ আমি কিছু জানিনা.... আপনার কেন মনে হচ্ছে যে এটা আমি করেছি ? মনে রাখবেন আমি একজন স্বনামধন্যা লেখিকা" আরে মিস্ সেন সেটাই তো মূল পয়েন্ট ! আপনার প্রয়োজন ছিলো রসদ এবং আপনি তা নিয়ে নিয়েছেন .... আর তদন্তে তা প্রমানিত ! জানিয়ে দিই তাহলে মিডিয়াকে ডেকে ..... "নাঃ ... নাঃ... নানা এমনটা করবেন...