...

8 views

The feeling did not come
রাস্তা দিয়ে হাঁটছি
একা -
বিকেল গিয়ে আঁধার নেমে এসছে
আমি অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলেছি
হঠাৎ পিছন থেকে একটা বাইক চিৎকার করে (হর্ন বাজিয়ে) সারা রাস্তা আলোকিত করে চলে গেলো।
খুব রাগ হলো।

এখনো খুব রাগ হচ্ছে।
কারণটা অজানা। আসলে হয়তো একটা জগতে হারিয়ে যাচ্ছিলাম মনে মনে! আর যাওয়া হলো না। সবটা পাওয়া হলো না। স্পর্শ পেলেও অনুভূতি এলো না।

- সপ্তদীপ সাহা।
Photographer - Saptadip Saha.
© Saptadip Saha