খোলা চিঠি
🦋🌷খোলাচিঠি 🍂🌷
শ্রী রাজু গরাই ২০শে মে ২০২৩
অন্তরা,
অধিকারলিপি মহাঅঙ্গীকারে পৃথ্বীতলে স্ফীতবুকে
শোকসাগর সে বোঝে না, অহংকারের সম্মুখে
ঠুনকো পিরিতি মরণপিরিতি, চিরজীবী প্রেম স্রোতে...
আমার আমি তোমায় ভালোবাসি, শোনো; অনাদিকাল হতে !
যে ভালোবাসার সূচনা চেয়েছিলে অজান্তেই কোমল আখিঁর তির্যক দৃষ্টিতে । সেখান থেকেই ম্লান হয়েছে অন্য যা কিছু চাওয়া পাওয়া। তোমার ছন্দের সভ্যতায় নতুন ভোরের সান্নিধ্য যেন অন্তঃকরণকে আরও একবার বিবশ করে সূর্য ওঠার অপেক্ষায় রেখে গেল। আসলে নির্ঘুম রাত্রি যেন জোয়ারের আগুনে শরীরকে বশীভূত করে ফেলেছে, যা তোমার কোমল স্পর্শের গাঢ়ত্ব ভেঙে খান খান করে দেবে একাকীত্ব কে ।
সেদিন বুঝেছিলাম তোমার মধ্যে যে আগুন সুপ্ত আজ, কোনো একদিন দেখব তার অঙ্গে অঙ্গে সেই রূপের প্রকাশ যেন পৃথিবীর সমস্ত বিষন্নতা ধুয়ে মুছে সাফ করে দিয়েছে । কিন্ত সেই আগুন কোথায় যেন অহংকারের মায়াজালে জড়িয়ে গেছে । অচেনাকে চেনার আগ্রহে হাত বাড়িয়েছো আরেক পৃথিবী গড়ার অছিলায় । ব্যস্ততম ঘড়ির কাঁটা বন্দি করে ফেলেছে স্মৃতির খেলাঘরে জীবন্তলাশের সমাধি।
আজ কয়েকটা হেমন্ত রাতের আঁধারকে বিষন্ন করে তুলেছে। বুঝিয়ে দিতে চেয়েছে নোনা জলের আয়োজন...
শ্রী রাজু গরাই ২০শে মে ২০২৩
অন্তরা,
অধিকারলিপি মহাঅঙ্গীকারে পৃথ্বীতলে স্ফীতবুকে
শোকসাগর সে বোঝে না, অহংকারের সম্মুখে
ঠুনকো পিরিতি মরণপিরিতি, চিরজীবী প্রেম স্রোতে...
আমার আমি তোমায় ভালোবাসি, শোনো; অনাদিকাল হতে !
যে ভালোবাসার সূচনা চেয়েছিলে অজান্তেই কোমল আখিঁর তির্যক দৃষ্টিতে । সেখান থেকেই ম্লান হয়েছে অন্য যা কিছু চাওয়া পাওয়া। তোমার ছন্দের সভ্যতায় নতুন ভোরের সান্নিধ্য যেন অন্তঃকরণকে আরও একবার বিবশ করে সূর্য ওঠার অপেক্ষায় রেখে গেল। আসলে নির্ঘুম রাত্রি যেন জোয়ারের আগুনে শরীরকে বশীভূত করে ফেলেছে, যা তোমার কোমল স্পর্শের গাঢ়ত্ব ভেঙে খান খান করে দেবে একাকীত্ব কে ।
সেদিন বুঝেছিলাম তোমার মধ্যে যে আগুন সুপ্ত আজ, কোনো একদিন দেখব তার অঙ্গে অঙ্গে সেই রূপের প্রকাশ যেন পৃথিবীর সমস্ত বিষন্নতা ধুয়ে মুছে সাফ করে দিয়েছে । কিন্ত সেই আগুন কোথায় যেন অহংকারের মায়াজালে জড়িয়ে গেছে । অচেনাকে চেনার আগ্রহে হাত বাড়িয়েছো আরেক পৃথিবী গড়ার অছিলায় । ব্যস্ততম ঘড়ির কাঁটা বন্দি করে ফেলেছে স্মৃতির খেলাঘরে জীবন্তলাশের সমাধি।
আজ কয়েকটা হেমন্ত রাতের আঁধারকে বিষন্ন করে তুলেছে। বুঝিয়ে দিতে চেয়েছে নোনা জলের আয়োজন...