...

6 views

প্রমিস
#WritcoStoryPrompt10t
#bengalistory
#bengalipromise
#bengaliwritting
#writcobengali
© গল্পকথা
পছন্দের ঝিনুক গুলো সব লুকিয়ে লুকিয়ে রেখেছি ,সময় হলে খুলে দেখি সেগুলো । গুড়ো গুড়ো ধুলো গুলো ফেলে দিইনা গাছের গোড়ায় রেখে দিই । রিসেন্টলি একটা আর্টিকেল পড়লাম , বেশ ইন্টারেস্টিং গাছেরা নাকি মাটি থেকে জল নেওয়া খাবার নেওয়ার পাশাপাশি বুঝতেও জানে , গাছ বোঝে টাকে কে স্পর্শ করছে কে তাকে রোজ আদর করছে । যত্ন নিলে নাকি তাদের গ্রোথ ভালো হয় । অনেকদিন পর একটা লম্বা ছুটি পেয়েছি ,তবে এখন আর আত্মীয়দের বন্ধুদের এমনকি আপনজনের সাথেও বেশি আলোচনা কথা কাটাকাটি তর্কসভা এগুলো ভালো লাগে না । কী বা হবে ওসব করে হাবিজাবি কথা বলে সময় নষ্ট ।তার বদলে লাউস্পিকারে গান চালিয়ে দিয়ে নিজের প্রিয় কবিতার বই টা হতে নিয়ে পছন্দের লেখা গুলো নাহয় পড়বো । ভালো না লাগলে , এই ভুঁড়িওয়ালা পেট নিয়েও একটা খাদির শারী কালো ব্লাউস পরে সেজে নিয়ে নিজেকে কিছুক্ষন নতুন ভাবে গ্রুম করবো , নিজেই দেখবো , কেমন লাগে আমাকে ! আলো গুলো চোখে লাগলে ,সব লাইট অফ করে দিয়ে আমার ইনডোর প্লান্ট গুলোকে দেখবো টুনির আলোয় । গলা ছেড়ে রবীন্দ্র সঙ্গীত গাইবো -
" আমার প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তাই সকল খানে"
খিদে পেলে ঠিক নিজের যতটা দরকার ততটাই বেশ ঝাল টক দিয়ে ফুচকা বানাবো ..নিজেই খাবো । যদি মনে হয় কোনো সঙ্গী নেই ! ছুটে ছাদে গিয়ে চাল ছড়িয়ে ডাকবো " আয় আয় " করে - আমার পছন্দের পায়রার ডানায় শব্দ করে ছুটে আসবে , পাল্লা দিয়ে চাল আর গম খাবে । আমি দেখবো, মন ভরে দেখবো তাদের কিত্তি কেলেঙ্কারি । এটাই আমার প্রমিস আমি নিজেকে ভালো রাখবো । নতুন করে বাঁচার স্বপ্ন দেখবো রোজ ,নতুন করে শিখবো নতুন কিছু ,নতুন করে গড়বো আমার বিকেল , আমি আমাকে আরো ভালো রাখবো আগের থেকেও ।