...

21 views

রেনেসাঁর খোঁজে (পর্ব ০১)
গল্পটা আমার সুখী রূপকথা হয়ে উঠবে না। বরং একটা কঠিন বাস্তব বারবার ছুঁয়ে যাবে। দৈনন্দিন জীবনে হাঁটতে হাঁটতে অগুন্তি মানুষের মাঝে একটি মেয়ের গল্প। পোড়ো বাড়িতে, বহুদিন নিদ্রাহীন প্রাগৈতিহাসিক ইঁটের আনাচে- কানাচে গজিয়ে ওঠা বেওয়ারিশ বট চারাটির মতো দেওয়াল বেড়ে ওঠা, জল দেয়নি কেউ, বরং রূঢ় বাস্তবতা বারবার ছেঁটে দেওয়ার ষড়যন্ত্র করেছে। তবুও মাথা তুলে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ। উত্তরবঙ্গের এক নাম না জানা অনাথ আশ্রমের মেয়ে - দেওলা। শৈশব তার অজান্তেই হারিয়ে গিয়েছে। যতদূর জানি, আশ্রমের কেয়ার...