...

5 views

অতীত
আজকাল হাওয়ারা হালকা ছুঁয়ে যায় কানের চারপাশে, মনের নদীটা ভিজে যেতে থাকে সুখের আগাছা হাতড়ে।মনটা হালকা আমেজে মাতাল অনুভূতি গুলো স্মৃতির টানে আঁকড়ে ধরে কচুরিপানার মতো, চোখগুলো হাওয়ার তোড়ে বুজে আসে ঝড়ের দাপটে যেমন মোমের বাতি নেভে, মাটির সোঁদা গন্ধে আশপাশের মনখারাপের আবহাওয়া কে আশকারা দেয় ।ক্রমশ বাড়তে থাকা বৃষ্টির ছাঁট গায়ে লাগে ,বুঝি শুধু মন নয় চোখে জুড়েও নোনতা জলের ফোঁটারাও নেমে আসছে গাল বেয়ে,সেই জলের উষ্ণতায় গিলে খাচ্ছে কষ্টগুলো কে ভাগাভাগি করে ।ধীরে ধীরে তেজে বইতে থাকা মরশুমী আঘাত গুলো কেমন যেন মলিন হয়ে ঠেকছে চোখে মুখে। আঙুল তুলে দেখাচ্ছে অতীতটাকে , সমুদ্র যদি সবকিছু ফিরিয়ে দেয় তাহলে বৃষ্টি তার জলের ফোঁটা দিয়ে আঘাতকে মুছে দেয়না কেন? বৃষ্টির রেশের সাথেই ক্ষণিকের জন্য কেন মলিন হয় মুখোশের আদল গুলো , চোখগুলো অতিরিক্ত কষ্টের কুয়াশায় শুধু ঝাপসা হয়ে আসে,একসময় কান্নাগুলো হাসির ফাঁকে বিলীন হয়ে যায়। চোখগুলো জ্বালা করে আসলে আমরাই অতীতে থাকি বর্তমানের কাঁধে ভর করে।ফেলে আসা সময়কে তখন বড্ড বলতে ইচ্ছে হয় -
" মেরা কুছ সামান তুমহারে পাশ পারা হ্যায়"
© rai