প্রেম একটি নদী
প্রেম হলো অনেকটা নদীর মতো। কোনো নদীর মতোই এর আছে নানা পর্যায়,আর সব পর্যায়ের রয়েছে আলাদা আলাদা রূপ,আলাদা বৈশিষ্ট্য।
কম বয়সে মানুষ প্রেম এর থেকে চায়…অবাক বিস্ময়। তার সবকিছু গুণমুগ্ধ দর্শকের মত দেখবে তার মনের মানুষটা, তারিফ করবে। তাই এই বয়সের প্রেমে থাকে তীব্র অধিকারবোধ, কারণ মানুষ তার প্রিয়মানুষের কাছে হতে চায় বেস্ট,সে তখন তার কাছে সমালোচনা চায় না;ভুল...