...

7 views

হারিয়ে যাবার বেলায়



ক্ষীণ কন্ঠস্বর কিছু অস্পষ্ট কথা
ইশারায় আপ্রাণ বোঝানোর চেষ্টা।
তাঁর যন্ত্রনায় যে আমারও ভীষণ কষ্ট
ইষ্টের উপর ছাড়তে হলো যে শেষটা।

অপূর্ণ থেকে যায় কত মনের বাসনা
এষণা রইলো পড়ে অবহেলায় অনাদরে।
হারিয়ে যাবার বেলায় নোনা জল গড়ায়
জিজীবিষা মনে কিন্তু অম্লজান গেল ঝরে।।

চেতনা চৈতন্য আজ সবই যে শুন্য
পুণ্যের ভান্ডারও বুঝি হল না পূর্ন।
সব অভিযোগ অভিমান হয়ে গেল ম্লান
শেষ অভিসারে স্মৃতি বারে বারে হয় চূর্ণ।।

কলমে : ভীষ্মদেব রাণা