...

0 views

A writing of Budho Raj
এই রকম সব কথা তারা বলে যারা বাবা সাহেব বোঝেই নি। যাদের বাবা সাহেবের পরিচয় হয়েছে কোনও সামাজিক/অরাজনৈতিক আকাম করা সংগঠনের দালাল/চামচার মাধ্যমে।

বাবা সাহেবের মূল যে তিনটি নির্দেশ মাথায় রাখার, সেটা হলো :

1. "politics must be the lifeblood of scheduled castes" অর্থাৎ, রাজনীতি নিম্নবর্নদের জীবনীশক্তি হতে হবে। এটা বলেছিলেন 1945 এর scheduled caste ফেডারেশন এর মিটিং এ।

2. বাবা সাহেবের বিখ্যাত নির্দেশ - "নিজের মুক্তির জন্য ক্ষমতার মন্দির দখল করো"

2. 1956 সালে নিজের শেষ ভাষনে বলেছিলেন - "যারা আমার দেওয়া বিভিন্ন সুবিধে পেয়েছে, তাঁরা তাদের আয় এর 5% সমাজের স্বাধীন রাজনীতিতে লাগিয়ে সমাজকে রাজ-ক্ষমতায় নিয়ে যেতে হবে"

======

বাবা সাহেবের উপরোক্ত নির্দেশগুলি পালন করার জন্যই কাঁশীরামজী BSP তৈরী করেছেন।

বাংলাতে যাদের কাঁশীরামজীর দেখানো পথে BSP করতে যাওয়ার সাহস, সততা আর মেরুদণ্ড নেই - তাঁরা করতে যায় সামাজিক/অরাজনৈতিক আকাম অথবা অনলাইনে আতলামি - সব সময় ভূল তথ্য আর ভূল বিচারধারা মাথায় ঢুকিয়ে।

বাবা সাহেবের রাজনীতি সরিয়ে দিয়ে আম্বেদকরবাদের তথাকথিত চর্চা করা মানে হলো দুধের থেকে সম্পূর্ন ক্রিম বের করে ফেলে দেওয়া।

© Arka Samanta