...

3 views

"নববর্ষ কি শুভ!!"
উফফ!! শান্তি করে কি ঘুমাতেও দেবে না! সপ্তাহে এই একটা দিন রবিবার ছুটি পাই,তখনও কেউ না কেউ নিশ্চয়ই চলে আসবে। তার ওপর আজ নতুন বছরের প্রথম দিন মানে 'নববর্ষ'।
সবে মাত্র খেয়ে দুপুরে একটু ঘুমিয়েছি,এমন সময় কলিং-বেলটা বেজেছে। বিশাল রাগ হচ্ছে ,আজ যেই আসুক না কেন,বলেই দেবো যে, এই ভরদুপুরে কি শান্তি করে ঘুমাতেও দেবেন না!
খুব রাগের সাথেই দরজাটা খুললাম; কিন্তু যেই সব কথাগুলো ভালোভাবেই শোনাবো ভেবেছিলাম,সেই কথাগুলোই যেন আমায় শুনিয়ে দিয়ে চলে গেলো:
-" ছি ছি ছি! কি আর বলবো;এত সুন্দর অপ্সরার মত দেখতে মেয়েটাকে তুই বকবি! ছি ছি ছি!"

সত্যি, এক অপূর্ব সুন্দর মেয়ে আমারই বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে,যাকে দেখা মাত্রই রাগ নামক জিনিসটাই যেন কোথায় উবে যায়.... সত্যি একটা মানুষ যে এতটা সুন্দর হতে পারে, তা আগে জানতাম না।
এখন বুঝতে পারছি যে,সময়টা যেন হঠাৎই অনেক আস্তে চলতে শুরু করেছে,একদৃষ্টিতে তাকিয়ে রয়েছি তার দিকে.... হ্যাঁ,মন বলছে,ওকে ছাড়া যেন এই দুনিয়ায় সব কিছু ফিকে.......নিজেকে ভালো ভাবে সামলে নেওয়ার চেষ্টা করছি,কিন্তু পারছি না.....শুধু মুগ্ধ হয়েই তাকিয়ে রয়েছি তার দিকে......কথায় আছে,বছরের শুরুর দিন যা করবে,সারাবছর তাই হবে!! আজ নববর্ষে দেখা হয়েছে,তার মানে সারা বছর.....
হঠাৎ ওর ডাকেই আমার হুশ ফিরল, বললো:
-" এই যে শুনছেন,কি দেখছেন ওরম ভাবে???"
-"আচ্ছা,Sorry sorry... আসলে আপনাকে তো চিনি না...আর.....আমি ঘুমিয়ে ছিলাম এখন; এরকম হঠাৎ আপনাকে দেখে......."-আমতা আমতা স্বরেই কোনরকমে উত্তর দিলাম।

তবে আমার কথা পুরো না শুনেই সে বললো:
-"আচ্ছা,তাহলে ক্ষমা করবেন,এরম অসময় বিরক্ত করার জন্য; আসলে আমি আপনার ঠিক বিপরীতে এই রুম নম্বর ২০২ এ আছি...আমি আজই এসেছি, আর.... আমার কাছে একদম খাওয়ার জল নেই,তাই বলছিলাম যদি একটু জল দিতে পারতেন,তাহলে ভালো হতো......"
-" হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, আপনার বোতল দুটো দিন...আমি এক্ষুনি ভরে দিচ্ছি; আর আপনি ভেতরে এসে বসুন,বাইরে এরম কতক্ষণই বা দাঁড়াবেন... "- বললাম আমি।
প্রথমে মেয়েটা একটু ইতস্তত বোধ করলো,পরে আমার ঘরে ঢুকলো.....
আমি বুঝতে পারছি যে,আমি খুব উত্তেজিত হয়ে পড়ছি, তাও নিজেকে সামলে নিয়ে, জলের বোতলটা নিয়ে ভেতরে গেলাম; তবে যখন ফিরে এলাম,দেখলাম সেই মেয়েটা টেবিলে থাকা আমার অসম্পূর্ণ লেখা গল্পের কাগজগুলো দেখছে।
আমায় দেখা মাত্রই বললো:
-" আপনি কি লেখক নাকি??"
বললাম:
-" না না,লেখক নই.....তবে এই লেখালেখি আসলে আমার সখ....একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন আমার...."
-" বাহঃ,দারুন ব্যাপার তো,তবে আপনার এই লেখার একটু পড়লাম; বেশ ভালো লাগলো; "- এই অবধি বলে একটু থেমে তারপর আবার বললো:
-" আসলে জানেন,আমার গল্প পড়ার খুব সখ, আর এখানে এসেও আমার ভালোই হলো,একজন লেখকের সাথে পরিচয় হয়ে গেলো..."
এই কথায়,আমাদের দুজনেরই মুখে হাসি ফুটে উঠলো। সেই মুহূর্তে আমি তাকে তার বোতল ফিরিয়ে দিলাম....
সেই বোতলটা নিয়েই বললো:
-" ধন্যবাদ,এরম সাহায্যের জন্য..."
বললাম: -" না না,ঠিক আছে....দরকার পড়লে তো প্রতিবেশী প্রতিবেশীকেই সাহায্য করে..."
সে হেসে বললো: -" আচ্ছা,ভালো কথা,আপনার ঐই গল্পটা লেখা শেষ হলে আমায় দেবেন...পড়বো তাহলে...আর হ্যাঁ শুভ নববর্ষ।"

এই বলে সে চলে গেল....আমি একই ভাবে তাকিয়ে রইলাম বাইরের দিকে,যতক্ষণ না সে তার বাড়িতে ঢুকে পড়ল...
বাড়ির ভেতরে ঢুকে পড়লাম আমি, সত্যি একটা আলাদাই অনুভূতি হচ্ছে মনে...
-"এটা কি ভালোবাসা নাকি ভালো লাগা??কোনটা???" - নিজেকেই জিজ্ঞেস করলাম ।
-" হ্যাঁ গো, এটাকে ভালবাসাই বলে,কারণ ভালো লাগার পরই তো ভালোবাসা হয়......" - পেছন থেকে কে একজন বলে উঠল ।
পেছনে ঘুরে তাকালাম,দেখলাম বাড়ির বাড়িয়ালা দরজার সামনে দাঁড়িয়ে; নিশ্চয়ই এ মাসের বাড়ি-ভাড়া নিতে এসেছে।
বললাম:
-" আরে আসুন আসুন, দাসবাবু,শুভ নববর্ষ,বলুন কেমন আছেন??"
-" শুভ নববর্ষ,তোমাকেও জানাই......আমি তো ভালো আছিই; বলো কোনো অসুবিধা হচ্ছে না তো?....নতুন বছর ,তাই এলাম।"- বললেন তিনি।
বললাম:
-" না না,কোনো অসুবিধা হচ্ছে না,একদম ঠিক আছে। তবে একটা প্রশ্ন আছে...."
ইশারা করে প্রশ্ন করার কথা বলেন।
বললাম:
-" আচ্ছা,বলি কি,সামনে ঐই ২০২ নম্বরে যিনি আজ এসেছেন..."
আমার বলার মাঝেই বললেন:
-" দাঁড়াও,দাঁড়াও,২০২ নম্বর বললে তো??? কি বলছো তুমি বলো বলো..."
-" না মানে বলছিলাম,ওখানে আজই একজন মেয়ে এসেছে, সে কে সেটাই জানতে চাইছিলাম....." - একটু লজ্জার সাথেই বললাম।
-" দেখো বাবা,তুমি আমার এই নিয়ে,এই বাড়ির বারো নম্বর ভাড়াটে,প্রতি বছর এই নববর্ষের সময়,যেই ভাড়াতেই থাকে,সেই এই একি কথা বলে ....মানে ঐই মেয়েটার কথা জিজ্ঞেস করে...."এই বলে একটু থামলেন তিনি।
আমার মাথায় ঢুকলো না ব্যাপারটা,প্রতি বছর মানে টা কি??? মেয়েটা তো বললো,আজই সে এসেছে,তাহলে প্রতি বছর........
আমার এই অবস্থা বুঝতে পেরে তিনি বললেন:
-" বুঝতে পারছি তোমার অবস্থা,কিন্তু সত্যি বলতে,ঐই ২০২ নম্বরে কেউই থাকে না, পুরো ফাঁকা পরে আছে....তবে যাইহোক,ভালো থাকো.....সবার সাথেই এরম কেন হয়,জানি না,তবে সাবধানে থেকো।"
এই বলে তিনি বেরিয়ে গেলেন।
অনেক প্রশ্ন নিজের মনে আসছে এখন।কিছুই বুঝতে পারছি না। এসবই উল্টোপাল্টা ভাবতে ভাবতেই ফ্ল্যাটের বাইরে বেরিয়ে এলাম,তারপর সেই ২০২ নম্বরের ঘরের জানালায় তাকালাম,জানলা বন্ধ....
ভাবলাম,এত বড় মনের ভুল কি হতে পারে??? তাও আবার এই বছরের শুরুতেই???তাহলে কি এই নববর্ষ কি শুভ??