"হতভাগ"
চোখ খুলতেই দেখতে পেলাম আমার পরিচিত সেই পাখাটি গুড়ে চলেছে। সকাল হয়েছে ইতিমধ্যে,তাই উঠে পড়লাম।তবে আজ আমি একটু তাড়াতাড়িই উঠে পড়েছি, কারণটা কি তা জানি না।কাল রাতে আমি alarm লাগিয়েছিলাম,কিন্তু alarm বাজার আগেই উঠে পড়েছি।
এই কয়েকদিন ধরে সকালে তাড়াতাড়ি ওঠা এবং উঠে morning walk এ যাওয়াটা আমার কাছে বেশ আনন্দময় হয় উঠেছে।কেনই বা এত আনন্দময় হয়েছে,তা তোমরা একটু পরেই জানতে পারবে।তবে রোজকার এই অফিসের কাজে ক্লান্ত হয়ে উঠলেও সকালের এই morning walk এ গিয়ে মনটা ঠিক হয়ে যায়।
আমার রোজকার রুটিন ছিল সকালে morning walk, তারপর বাড়ি ফিরে লাঞ্চ করে অফিস,তারপর রাতে বাড়ি ফিরে dinner করে ঘুম।জানি জীবনটা বোরিং ,তবে আমার বেশ ভালো লাগে।
সে যাইহোক এই মুহূর্তে আমি বাথরুমে গিয়ে...
এই কয়েকদিন ধরে সকালে তাড়াতাড়ি ওঠা এবং উঠে morning walk এ যাওয়াটা আমার কাছে বেশ আনন্দময় হয় উঠেছে।কেনই বা এত আনন্দময় হয়েছে,তা তোমরা একটু পরেই জানতে পারবে।তবে রোজকার এই অফিসের কাজে ক্লান্ত হয়ে উঠলেও সকালের এই morning walk এ গিয়ে মনটা ঠিক হয়ে যায়।
আমার রোজকার রুটিন ছিল সকালে morning walk, তারপর বাড়ি ফিরে লাঞ্চ করে অফিস,তারপর রাতে বাড়ি ফিরে dinner করে ঘুম।জানি জীবনটা বোরিং ,তবে আমার বেশ ভালো লাগে।
সে যাইহোক এই মুহূর্তে আমি বাথরুমে গিয়ে...