2 Reads
প্রত্যেকটা মানুষের জীবনে একটা অন্তর্নিহিত বেদনা/অতৃপ্তি থাকে, যেটা সে কাউকে প্রকাশ করতে পারে না। যে ছেলেটা বার বার প্রেমে পড়েছে এবং বার বার প্রতারিত/প্রত্যাখাত হয়েছে, তার বেদনা/অতৃপ্তি একটি সফল পুরুষের সাফল্যের সঙ্গে খাপ খাবে না। এটা বাস্তব। এখন এই বাস্তবকে অস্বীকার করে যাঁরা প্রথম ছেলেটির সমালোচনা করবেন বা তার চরিত্রহননে নামতে চাইবেন, তাঁদের এটা মনে রাখা উচিত যে, বাস্তবজীবনে প্রত্যেকেই আলাদা আলাদা রকম উদ্দেশ্যকে সামনে রেখে জীবনযাপন করতে চান। কেউ তাতে খুশি থাকেন, কেউ থাকেন না। বিশেষ করে কোনো ব্যক্তি যদি শিল্পমনোভাবাপন্ন হন, তবে তিনি তাঁর যা কিছু আছে তা নিয়ে কিছুতেই খুশি থাকবেন না, কারণ যে কোনো শিল্পভাবনার মূলেই আছে শিল্পীর চিরকালীন অতৃপ্তি!
—কৌ.ম.
9 May 2020
Revised on 26 May 2024
#kaustavmondal