...

2 Reads

//আমার খেয়ালে স্বাতী তুমি...//

ডাকপিওনকে বলে দিও স্বাতী, তোমার মনকেমন-চিঠি
আমাকে যেন না দেয় সে। সারাটি বেলা এই যে
অপেক্ষা করি তোমার মুখের একটু হাসি দেখব বলে,
তা কি এক পলকে মিলিয়ে যেতে পারে?
আমি শূন্যতার মহাকাব্য আঁকি মনের উঠোনজুড়ে,
সেখানে এক্কাদোক্কা খেলো তুমি আপন খেয়ালে।
আমি দু’ মুঠো বালি তুলে রাখি বালিঘড়ি থেকে,
কেবল সেই ক্ষণটিকে আরও দীর্ঘায়িত দেখব বলে।
এই যে তোমার নিঠুর অভিমান আর নিবিড় আলোহাসি,
সে কার জন্য স্বাতী? আমায় তুমি
করবে না ফেরারী ফৌজের অধিনায়ক,
যার একটি আদেশে থমকে থাকবে
তোমার সুষমা, আর মুক্তো হাসির মতো আদর
খেলা করবে আমার দু’ চোখ জুড়ে...

©ম কৌ

15 January 2024, মকর সংক্রান্তি
2-59 pm.
Monday

NB: প্রথম দুটি লাইন এবং মাঝের কিছুটা মধ্যাহ্নভোজের সময়ে লেখা।

#kaustavmondal