...

3 Reads

#पतझड़कीगरिमा

#FallingGrace ( Quote)

থাকলে ডালে শক্ত ভারি
হাওয়ার সুরে নৃত্য করি
তবু ভয় কখন ঝরি,
ঝরার সময় সোনার তরী
ক্ষণিক হলেও গর্ব করি
অবশেষে মাটির সাথে সখ্য করি
বিলীন হয়ে সবার সেবায়
জীবনটাকে ধন্য করি ।

**KRN ** 09.01.2025.MAS
Writco: 09.01.2025.
#03.01.2025