...

3 Reads

আমার ব্যক্তিগত অপছন্দ? অবশ্যই শ্রাদ্ধানুষ্ঠানে খাওয়ানোর প্রথা, সাধভক্ষণ প্রথা, এবং বিয়ের নামে ব্যবসা প্রথা, যেমনঃ লক্ষাধিক টাকা খরচ করে ন্যাকা ন্যাকা গোছের প্রি ওয়েডিং ফোটোশ্যুট, সঙ্গীত, মেহেন্দী... এইসব। আগেকার দিনে বিয়ে অনেক পবিত্র ব্যাপার ছিল (যদিও "মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি" এবং "চিরজীবনের জন্য তোমার ভাত-কাপড়ের দায়িত্ব নিচ্ছি" এই বিষয় দুটো বরাবরই না-পসন্দ আমার)। এখন বিয়ের প্রতিটি মূহুর্ত পণ্যায়িত। বিয়ে বিষয়টার উপর একটা বিতৃষ্ণা জন্মে গিয়েছে!

#কৌস্তভমণ্ডল #kaustavmondal