3 Reads
যে পথের পথিক আমি সেই পথের শেষে যেন তোমাকে পাই,
যে আশায় আমারে স্বপ্ন দেখায় সে আশা যেন নিরাশা না হয়।
যে স্বপ্ন আমারে সুখে ভাসায় সে স্বপ্ন যেন কেউ না ভাঙ্গায়।
যে ফুলের সুরভিতে ভ্রমরা মাতাল হয় সে ফুল যেন শুকিয়ে না যায়।
যে গানের সুরে সাত রঙের রং ছড়ায় সে গান কখন না হারায়।
যে মনে মাধুরী লুকিয়ে থাকে সেই মন যেন খুঁজে পাই।
যে ভালোবাসায় হৃদয় আছে সেই হৃদয়ে যেন মধু মিলন হয়
*