...

1 Reads

শব্দের অসুখ ছুঁয়ে যায় তোমাকে প্রতি রাত্তিরে
আর দূর্বাঘাসের মতো কোমল অন্তর ছিন্ন করি অপার স্নেহে
আমার কঠিন অসুখ, তোমার জিঙ্গল বেল
আর বাজে না মনখারাপি বুকের কোটরে।
যেভাবে হেমন্ত দিনের পর আসে শীত, সেভাবেই
ক্লেদাক্ত পাপের কলেবরে পাঁচশো পঞ্চান্নর নিকোটিন মিশে যায়।
আমি বিদ্যুৎস্পৃষ্টের মতো সচকিত হয়ে দেখি,
খোলা পড়ে রয়েছে উঠোন, আর তোমার
আলতারাঙা পায়ের ছাপ চলে গিয়েছে তুলসীমঞ্চের দিকে...


©কৌম

2 March 2024
Saturday
2:16 pm.—3:53 pm.

NB : প্রথম লাইনটা মধ্যাহ্নভোজের সময়ে লেখা। বাকিটা তার অব্যবহিত পরেই।

#kaustavmondal