...

1 views

-:Nirmal music poetry-184:-🙏🙏🙏
-:নির্মল সঙ্গীত কাব্য-১৮৪:-
গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
আজি,আকাশের পানে ধায় মম সুর
খুঁজিয়া বেড়ায় অসীম সুর
একি চঞ্চল,একি অকরুণ,
একি বিরহ-বিধুর।।
আজি নির্জনে ভাবি
ভাবি আমি মনে-মনে
মোর বাঁশি সুর বাজিয়া উঠিত
তোমার মনের কোনে,
মোর বাঁশি সুরে বাজিত চরণে
তব চরণ-নুপুর
একি চঞ্চল, একি অকরুণ,
একি বিরহ-বিধুর।।
মনে পড়ে কী গো সেই
সেদিনের সেই কথা
তব সনে মোর পথে হল দেখা
সেদিনের সেই সুখ-স্মৃতি ছিল
কত মিলন-মধুর।
যদি আজ তুমি আস
আস মোর গৃহ-দ্বারে
আগমনী সুর বাজিয়া উঠিবে
মোর গৃহের দুয়ারে,
আগমনী সুর বাজিয়া উঠিবে
সুদূর না রবে দূর
এ কি চঞ্চল,এ কি অকরুণ,
এ কি বিরহ-বিধুর।।
-:Nirmal music poetry-184:-
Goutam Parua "Nirmal". 🙏🙏🙏
Today, to the sky chase my melody
Searching for endless sounds
A fickle, a ruthless,
And a Split and Solitary.
Today I think in solitude
I think in my mind
My flute sounds loud
in your mind
the melody of my flute played in the feet
Your Charan-Nupur
One is fickle, one is unkind,
And a Split and Solitary.
I remember what it was
That day
But I met him on my way
It was a happy memory of that day
How sweet.
if you come today
Come to my house
The arrival tone will play
at the door of my house,
The arrival tone will play
Do not be far away
One is fickle, one is unkind,
And a Split and Solitary.




© Nirmal1981