নদীর গল্প
সৃষ্টির আদিম কোনো লগ্ন…
একটা নদীর হল জন্ম
কোনো এক হিমবাহ
রোদের উত্তাপ মেখে
তার আনন্দ অশ্রুতে
অস্তিত্ব দিল রেখে।
পাহাড়ের কোলে কোলে
ঘুমপাড়ানি গান, বেড়ে ওঠা
সেই পাহাড়ের বুকেই
গভীর নিলয়ে তার বাস
পাহাড়ী ছোট নদী
শান্ত নিশ্বাস প্রশ্বাস।
ধীরে ধীরে সে বড় হয়
পরম আনন্দে
পাহাড়ের কোল থেকে
নেমে আসে সমতলে।
পাহাড়ের থেকে বয়ে আনা
শিক্ষা, স্নিগ্ধতা, চেতনা
নিয়ে এগিয়ে চলা।
ভূমিরূপে আঁকি বুঁকি
আনকোরা জলছবি
রেখে আসা ইতিহাস...
একটা নদীর হল জন্ম
কোনো এক হিমবাহ
রোদের উত্তাপ মেখে
তার আনন্দ অশ্রুতে
অস্তিত্ব দিল রেখে।
পাহাড়ের কোলে কোলে
ঘুমপাড়ানি গান, বেড়ে ওঠা
সেই পাহাড়ের বুকেই
গভীর নিলয়ে তার বাস
পাহাড়ী ছোট নদী
শান্ত নিশ্বাস প্রশ্বাস।
ধীরে ধীরে সে বড় হয়
পরম আনন্দে
পাহাড়ের কোল থেকে
নেমে আসে সমতলে।
পাহাড়ের থেকে বয়ে আনা
শিক্ষা, স্নিগ্ধতা, চেতনা
নিয়ে এগিয়ে চলা।
ভূমিরূপে আঁকি বুঁকি
আনকোরা জলছবি
রেখে আসা ইতিহাস...