অধরা সময়
অধরা সময়টা
পিছু ডাক শোনে না মোটে
জড়ো করে কাটাই
যতটুকু হাতে জোটে
ফিরে আসার কথা
কেউ রাখেনি শিখিয়ে
সকালটা দুপুর হলে কি
সন্ধ্যেটা যায় পিছিয়ে?
আনন্দের বৃষ্টিতে
ভেজে এ মন আপন খেয়ালেই
রোগটা যে পরে হয়
পরে হলো সেই বিকেলেই
জ্বরের ঘোরে-তে
কাকে যেন ডাকে সে
সেই ডাকে সাড়া পেলো না
আর সে ফিরে এলো না
কত বাণ তূণে ছিল
কেউ কি তা গুনেছিলো
...
পিছু ডাক শোনে না মোটে
জড়ো করে কাটাই
যতটুকু হাতে জোটে
ফিরে আসার কথা
কেউ রাখেনি শিখিয়ে
সকালটা দুপুর হলে কি
সন্ধ্যেটা যায় পিছিয়ে?
আনন্দের বৃষ্টিতে
ভেজে এ মন আপন খেয়ালেই
রোগটা যে পরে হয়
পরে হলো সেই বিকেলেই
জ্বরের ঘোরে-তে
কাকে যেন ডাকে সে
সেই ডাকে সাড়া পেলো না
আর সে ফিরে এলো না
কত বাণ তূণে ছিল
কেউ কি তা গুনেছিলো
...