...

14 views

জানতে খুব ইচ্ছে হয়
সে কি আর আমার কথা ভাবে না,
আমার খেয়াল এ হারায় না,
আমার কথা ভেবে
সে কি আর হাসে না।
আমার কষ্টে সে কি আর কাঁদে না।
আজ এত মাস পর
তার মনে কি আমার ভাবনা আসে না।