...

10 views

নারী
নারীর জন্যই সমাজপূর্ণ
নারীর জন্যই সন্তান ধন্য ,
নারী স্নিগ্ধ , নারীই হিংস্র ,
নারীই নিত্য নবীনা ,
নারী ছাড়া পৃথিবীতে কোন কিছুই পূর্ণ না । চেতনার রঙে কখনো সবুজ ,
কখনো রাঙা হয়ে
কখনো বা নিষ্ঠুর সমাজে
নারী ফ্যাকাশে হয়ে পড়ে ।
গোলাপের মতো সুন্দর
নারী নম্রমলিন মনে ,
কখনো বা চন্ডীরূপী অসুর নিধনে । ধৈর্য্যকে বাড়িয়ে সবই নেয় মানিয়ে
কখনো ভাবে না নিজের অস্তিত্ব নিয়ে ।
শত আঘাত , দংশন , ব্যর্থতাকে লুকিয়ে সে একটু খানি মৃদু হাসি হাসে ।
শব্দহীন স্বরে কখনো লুকিয়ে কাঁদে শূন্যতার দীর্ঘশ্বাস ফেলে ।
শীত বাতাসের শ্বাসে , খরার প্রচন্ড তাপে আলোর রেখার মতোই নারী আজও ছুটছে কখনো বা নিজেকে প্রমাণ করছে
প্রসন্ন বিধাতা তার স্মৃতিতে
নারীর মতো উজ্জ্বল
আলোক রেখার সৃষ্টিতে ।
© Susmita