...

2 views

স্বার্থপর
মা আমায় ছেড়ে দিলো,
নিজের স্বাধীনতার জন্য।
বাবা আমায় ভুলিয়ে দিল,
নিজের ভালোবাসার জন্য।
তোমরা হয়তো আজ ভালোই আছো,
নিজেদের নাট্যশালায়।
আমারই কেন এত কষ্ট হচ্ছে,
তোমাদের ছেড়ে থাকায়।
জানো তো, মা ভয় করে,
গভীর প্রলয়ের রাতে।
জানো তো বাবা, কষ্ট হয়,
অন্যের পিতৃস্নেহ দেখলে।
জানো কি তোমরা? কান্না পায়,
আঘাত পেলে মনে।
জানো কি তোমরা? ঘৃণা হয়,
নিজের দীর্ঘায়ুর ওপরে।
তোমরা তো কিছুই জানো না
আমার সম্পর্কে আজ।
তাও যেখানে আছো, ভালো থেকো,
এইটুকুই প্রার্থনা রইল,
তোমাদের কন্যার।

© All Rights Reserved