সুভাষ আসিছে!
কাঁপিতেছে সারা বিশ্ব
কাঁপিতেছে গোটা দেশ,
তোমার পদধ্বনির শব্দ
উচ্ছাসের ঘটাইয়াছে উন্মেষ |
দেশের যখন ছিল ঘোরতর বিপদ
ঝাঁপিয়ে পড়িলে তুমি
মানুষের কাছে ত্রাতা হইয়া
পূজিলে জন্মভূমি |
অন্ধ হইয়া ঔদ্ধতে
ব্রিটিশ যুদ্ধ করিল
তোমায় না চিনিয়া ওরা
শয়ে শয়ে মরিল |
মানুষ তোমাকে মনে রাখে নাই
অভিমানী হয়ে তাই
তুমি যে আবার ঘরে...
কাঁপিতেছে গোটা দেশ,
তোমার পদধ্বনির শব্দ
উচ্ছাসের ঘটাইয়াছে উন্মেষ |
দেশের যখন ছিল ঘোরতর বিপদ
ঝাঁপিয়ে পড়িলে তুমি
মানুষের কাছে ত্রাতা হইয়া
পূজিলে জন্মভূমি |
অন্ধ হইয়া ঔদ্ধতে
ব্রিটিশ যুদ্ধ করিল
তোমায় না চিনিয়া ওরা
শয়ে শয়ে মরিল |
মানুষ তোমাকে মনে রাখে নাই
অভিমানী হয়ে তাই
তুমি যে আবার ঘরে...