...

8 views

খোয়াব
নিশির আঁধারে, বা দিবাতে,
নেই সময়, বড় অসময় ।
ঝাপসা ঝাপসা তবু-
সত্য ভরা অক্ষি,
করে ঝিকিমিকি ।
অদ্ভুত, বড় অদ্ভুত অসময়ে
দেখা খোয়াব মুহূর্ত ।
নিজেকে দেখা, তারে মানা
সে কি শুধুই খোয়াব?
অক্ষির কাঁপুনিতে সেই--
ঝাপসা মুহূর্ত,
আমি তো লালন করি,
হৃদয়ের স্পন্দনে ।
লালন করি নিজ সত্তায়,
করতে চাই স্বপ্ন পূরণ,
জীবনের জানালায় ।
কখনোও বা খোয়াবে,
মেলি অতীতের জানালা
তবুও অসময়ের খোয়াবে, সময়কে তো করি উপলব্ধি ।
সে কি শুধুই খোয়াব?