...

1 views

তুমি আমার হয়েই আছ
সেই আজ থেকে কত দিন আগে তুমি আমায় একবার মাত্র মনে করেছিলে
তারপর কেটে গেছে আরও কত দিন।
নাঃ, তুমি আমাকে আর মনে করোনি!
আমার কথা আর ভাবোনি,
আমাকে তোমার স্মৃতি থেকে একেবারে মুছে দিয়েছ,
আর একবারের জন্য হলেও আমার কথা চিন্তা করোনি।
তবে কেন আমায়...