দেশের বুকে নিশৃঙ্খলা
চুপিসারে বেলা গড়িয়ে পড়লো
সূর্য উদিত হলোনা একটুকুও
দেশের বুকে নিশৃঙ্খলা শুরু হলো
মাথা চাড়া দিয়ে উঠলো সকল ভুয়ো ।
সত্যতা টাকার নিচে মমি হয়ে সমাধিস্থ
তার উপর ভন্ডদের বাসস্থান
দেখছে অন্যায় হচ্ছে আশেপাশে তবুও নীরব সে ব্যাপারে
কে বলেছে আমরা সবাই সমান ?
লাবন্য নামের এক মেয়ে ছিল কদিন হলো গত
গিয়েছিল মিশনারী স্কুলে শিক্ষা অর্জনে
কিন্তু কে ভেবেছিলো সেখানে তার এক ভুল ছিল
রাজি হয়নি সে নিজের ধর্ম বিসর্জনে ।
ধর্মান্তরিত করাতে বাধ্য করা হতো তাকে
কিন্তু সে ছিল না রাজি কোনো মতে ...
সূর্য উদিত হলোনা একটুকুও
দেশের বুকে নিশৃঙ্খলা শুরু হলো
মাথা চাড়া দিয়ে উঠলো সকল ভুয়ো ।
সত্যতা টাকার নিচে মমি হয়ে সমাধিস্থ
তার উপর ভন্ডদের বাসস্থান
দেখছে অন্যায় হচ্ছে আশেপাশে তবুও নীরব সে ব্যাপারে
কে বলেছে আমরা সবাই সমান ?
লাবন্য নামের এক মেয়ে ছিল কদিন হলো গত
গিয়েছিল মিশনারী স্কুলে শিক্ষা অর্জনে
কিন্তু কে ভেবেছিলো সেখানে তার এক ভুল ছিল
রাজি হয়নি সে নিজের ধর্ম বিসর্জনে ।
ধর্মান্তরিত করাতে বাধ্য করা হতো তাকে
কিন্তু সে ছিল না রাজি কোনো মতে ...