এনালগ হয়ে ডিজিটাল
তুমি হঠাৎ কখনো চোখে পড়ে যাও-
ব্যস্ত সড়ক পথে, উন্মুক্ত রিক্সায়,
কখনো সুপার মলে ,
সেই আগের মতই রেশমী চুল,
টানা চোখ, নতুন কুঁড়ির মতন
উচ্ছল, হাসিখুশি ঝলমলে।
কখনো রেলওয়ে স্টেশনে
দীর্ঘ অবসর। ফেইসবুকে
তুমি ঝুঁকে আছো,
কাঁধে ঝোলানো ব্যাগ,...
ব্যস্ত সড়ক পথে, উন্মুক্ত রিক্সায়,
কখনো সুপার মলে ,
সেই আগের মতই রেশমী চুল,
টানা চোখ, নতুন কুঁড়ির মতন
উচ্ছল, হাসিখুশি ঝলমলে।
কখনো রেলওয়ে স্টেশনে
দীর্ঘ অবসর। ফেইসবুকে
তুমি ঝুঁকে আছো,
কাঁধে ঝোলানো ব্যাগ,...