...

13 views

অবাঞ্চিত
# আলী আকবর হোসাইন

আজ থেকে আর নেই কোন কাজ
ফুড়িয়ে গেছে তাড়া
এখন তোমার দাওয়ায় পড়ে
কাঁদবো,হবো সারা

সেই প্রথম থেকেই একটা ছায়া ছবি
দিগন্তে আমাকে বসন্তের স্বপ্ন দেখালো
আমি কেবলই তার বাসনা পুরাতে
ফুরিয়ে দিলাম জীবনের অঢেল ঐশ্বর্য্য
তুমি তাই ঘৃনায়
ঠোঁট ফুলিয়ে রাখবে জানি।

সবাই যদি ঘেন্না করো
কাঁদবো কোথায় গিয়ে
সবাই যদি বের করে দাও
বেরোই কোথা দিয়ে।

বাসনার কপোতেরা উড়ে গেলেই
এসেছি তোমার দোয়ারে
একটি ফুলও আমাকে দিওনা
কেবলই অবাঞ্চিতের মতো
তোমার প্রশস্ত অঙ্গনে পড়ে থাকি
মাটি বিরহী বক্ষে কান পেতে রেখে
গোধূলি বেলার গান শুনি
চুপি চুপি।।
© Akbar husen2