...

4 views

কৃষ্ণচূড়া
ও কৃষ্ণচূড়া,
কেন ঝড়ো তুমি মাঘের মোরগ এলে?
তুমিও তো মেলা বৃন্তের বেলা খোঁপায় সাজিতে পারো,
যেমনে মেঘের বলয় মুসৌরি নীলায় খেলে।

ও টিয়ার ওষ্ঠাধর,
কেন মৃদু ব্যাথা কাড়িয়া লইতে চাও?
তোমার নামেতে শুকায় প্রেমিকে শরণাগত দাহ
যখন রোদের ঝাপটায়...