বায়ান্ন কেন চব্বিশে
বায়ান্ন কেনো চব্বিশে
- মুহাম্মদ জহির
আবার দেখো ফিরে এসেছে বায়ান্ন, চব্বিশে বাংলায়।
দেখো ফিরে এসেছে উনসত্তর, চব্বিশে বাংলায়
রক্ত দিয়ে নিয়েছি বায়ান্নর রাষ্ট্রভাষা,
তাজা দেহ দিয়ে উনসত্তুরের মুক্তির আশা
দেখো ছাত্র দল...
- মুহাম্মদ জহির
আবার দেখো ফিরে এসেছে বায়ান্ন, চব্বিশে বাংলায়।
দেখো ফিরে এসেছে উনসত্তর, চব্বিশে বাংলায়
রক্ত দিয়ে নিয়েছি বায়ান্নর রাষ্ট্রভাষা,
তাজা দেহ দিয়ে উনসত্তুরের মুক্তির আশা
দেখো ছাত্র দল...