ভুলে জেওনা
ভুলে জেওনা সেই বরশার রাত আধ কপালি চাদ,
ভুলে জেও না ওই শেস বিকেলে ঝরো হাওয়া ক্লান্ত দুপুর,
সেশ রাত এর শুন্নতা আর নিস্তব্ধ গোধুলি বেলা,
শুন্ন শুন্ন লাগে তুমি হিনা আজ আছ তুমি হাজার মাইল দুরে,
দুরে গিয়ে যদি ভুলতে চাও সব অভিমান পারবে কি,
ভুলতে তোমার কি করে পার তোমার দেওয়া সব কথা,
কথা দিয়ে কতটা রেখেছ আজ সম্পরকের গভিরতা,
আজও তোমায় খুজি শুন্ন বিছানায় মনে...
ভুলে জেও না ওই শেস বিকেলে ঝরো হাওয়া ক্লান্ত দুপুর,
সেশ রাত এর শুন্নতা আর নিস্তব্ধ গোধুলি বেলা,
শুন্ন শুন্ন লাগে তুমি হিনা আজ আছ তুমি হাজার মাইল দুরে,
দুরে গিয়ে যদি ভুলতে চাও সব অভিমান পারবে কি,
ভুলতে তোমার কি করে পার তোমার দেওয়া সব কথা,
কথা দিয়ে কতটা রেখেছ আজ সম্পরকের গভিরতা,
আজও তোমায় খুজি শুন্ন বিছানায় মনে...