...

0 views

পাঁচ অনুচ্ছেদ, অকস্মাৎ
অনেকদিন দেখা হয়নি এমন কারো কথা হঠাৎই মনে পড়ে যায় যেন হঠাৎ বৃষ্টি এসেছে।

বৃষ্টির কথা উঠতে মনে পড়ল অনেকদিন বৃষ্টির দেখা নেই যেহেতু এখন অসময় বৃষ্টির।

অসময়ের কথা উঠতেই তোমার মনে পড়ল তোমার মতে সময় এক নদী আর সঠিক সময় এক কথার কথা।

অনেকদিন পরে যার কথা মনে পড়ল তোমার কথা একই সময়ে তার মনে পড়ল কিনা জানার উপায় নেই।

একই সময়ে একই পথে কখনও আলাপ হয়েছিল আবার কখনও হয়েছিল হাসিমুখের বিদায় নমস্কার, হঠাৎই আজ মনে পড়ল, এর থেকে বেশী কিছুই আশা করা যায় না, শুধুই মনে পড়ল যেন এক পশলা হাসিমুখের বৃষ্টি এসে চলে গেছে।

দেবতোষ মিত্র
১৭ ফেব্রুয়ারি ২০২৩

© DEBOTOSH MITRA