...

47 views

সান্ধ‍্য প্রদীপ
সান্ধ‍্য প্রদী লয়ে দাঁড়ায়ছিলে নদীর ওপারে,
চিনিতে পারি নাই সে প্রদীপের শিখা,
ভাবিয়াছিলাম হয়ত কোনো দূর সময়ের রেখা
চন্দ্রালোকিত নদীর স্ফীত ঢেউয়ের রুদ্ধশ্বাস
দিয়েছিল জীবনের আশ্বাস।
শক্ত হস্তে ধরিয়াছিলেম মৃত‍্যু ঘোড়ার রাশ
চালনা করি তাকে বানাবো জীবনের দাস-
এই ছিল মোর বিশ্বাস।
বালুচরের সমতল ভূমিতে চলিতে চলিতে,হয়েছিল হিসাবের অল্প একটু ত্রুটি..
তাই নিয়তির বিপরীতে মিছে আমি ছুটি।
গন্তব‍্য আমার ছিল নদীর ওপার,
করিতে হইবে এ নদী পারাপার,
সান্ধ‍্য প্রদীপের কাছে শীর নত করি,
প্রণমিতে হইবে আমায়ে শেষবার।।