...

1 views

কবিতা: আমি চামচা ভোটার ।
কবিতা: আমি চামচা ভোটার ।

কাঠবেড়ালি কাঠবেড়ালি ‌
কোথায় তুমি যাও
যেতে যেতে দুহাত তুলে
কেন তুমি কুঁজো হয়ে
পথের মাঝে দাঁড়াও ?

দেখছিনা তো মাথায় মোট
তবে লেজ নাড়িয়ে গাল ফুলিয়ে
ডাকছ কারে উচ্চ স্বরে
আসছে কি পঞ্চায়েত ভোট?

দেখ তোমায় আমি ভোট দিতে পারি
সেটা তেমন কিছু নয়কো ভারি
তোমার তো ভাই নেইকো জুড়ি ,
তুমি জান ,আমার ও নাই জারি জুড়ি।

তবে একটা কথা দরকারি
ভোটের পরে তুমি হবে সরকারি
হবে গাড়ী ,হবে টাকা কাঁড়ি কাঁড়ি
ভূলোনাক,আমার জন্য দিও যেন
এক আধ হাঁড়ি।

একটা কথা আরো ভাই
মাথা ঠান্ডা রাখা চাই
যে যাই বলুক, আমাকে ছাড়া
মুখে হাসি নিয়েই যেন
করে দিও ছন্নছাড়া ।

একটা কথা আরো ভাই
সিকোরিটি তোমার চাই
বম পিস্তল রাখতে পার
তবে জেন, আমি তোমার
খবর দেওয়া 'চামচা ভাই' ।।

**KRN**
23.06.2024.T
Writco: 25.06.2024.
Photo credit: Alamy

© Don't KR