...

1 views

নারী
আমার বিষন্ন দিন ভিজে গেছে ঘামে,
তোমরা শরীর টুকু কিনেছো অল্প দামে৷
অভাবের সংসারে জন্মেছিলেম যবে,
সেদিন হতে ছন্নছাড়া সভ্যতার ভবে৷
মাও মরল বাবাও মরল কপাল দোষে,
আমার শরীর বিক্রিই হল টাকা রোষে৷
আমার যদি থাকতো টাকা দেরাজ ভরে,
তখন আমি বেঁচে যেতাম বরাত জোরে৷
জঠর জ্বালায় পাততে হোত না হাত,
আত্মীয় সুযোগ বুঝে তখন দিতো সাথ৷
তখন আমার অল্প বয়স সবটা কী বুঝি,
নিজের জন্য ভরসারি আশ্রয়টাই খুঁজি৷
পৌঁছে গেলাম মামার বাড়ি...