...

2 views

ফিরে আসা যে মানা লেখায়ঃ- উল্লাস পাল
ভালোবাসি তাই বারেবারে
তোমার নিকটে আসি ফিরে,
হাজার বারণে প্রতি রাতে
তোমার জন্য বালিশ ভেজে।
দেখলাম তোমায় যেদিন
অচেনা আপনজনের হাত ধরে,
চোখ মুহূর্তে গেল আটকে
নিস্তব্ধ পথিকের।
অভিমানী হৃদস্পন্দন,
পাহাড়সমান স্মৃতি;
মনে পড়ে প্রিয়,
একসময় আমরাও দিয়েছিলাম,
একসাথে থাকার প্রতিশ্রুতি।
হাতে হাত রেখে কাটিয়েছি...