...

2 views

ফিরে আসা যে মানা লেখায়ঃ- উল্লাস পাল
ভালোবাসি তাই বারেবারে
তোমার নিকটে আসি ফিরে,
হাজার বারণে প্রতি রাতে
তোমার জন্য বালিশ ভেজে।
দেখলাম তোমায় যেদিন
অচেনা আপনজনের হাত ধরে,
চোখ মুহূর্তে গেল আটকে
নিস্তব্ধ পথিকের।
অভিমানী হৃদস্পন্দন,
পাহাড়সমান স্মৃতি;
মনে পড়ে প্রিয়,
একসময় আমরাও দিয়েছিলাম,
একসাথে থাকার প্রতিশ্রুতি।
হাতে হাত রেখে কাটিয়েছি আমরা
কতই না বসন্ত;
আজও সব একই আছে,
শুধু নেই আমাদের সেই প্রেমের গন্ধ!!
গঙ্গার পাড়েও জমেছে অভিমান,
চোরাবালিও রয়েছে অপেক্ষায়,
অভিমানী সুরে হয়তো বলছে;
আসবে কখন জোয়ার!
গল্পগুলো আজও খোঁজে,
প্রকাশ করার মাধ্যম;
ডায়েরির পাতায় জমছে ধুলো,
এটিই এখন প্রতি মুহূর্তের অবলম্বন।
সিক্ত গোলাপ শুকিয়ে কাঠ,
মুহূর্তগুলো আজ নির্বাক;
মনে পড়ে প্রিয়,
প্রতি রাতে হতো আমাদের গল্পের বিস্তার।
আজও ইচ্ছে করে
তোমার কাছে ফিরে যেতে।
পথ যে আজ বন্ধ
তাই শক্ত করেছি নিজেকে।।

লেখায়ঃ- উল্লাস পাল
© All Rights Reserved