ফুরন্ত
রাত ভাঙে হাহাকারে, শবের ঘুমশিয়রে ;
বাকি রয়ে সব কথা, দিনান্তের ফাঁকি –
বুক চিতিয়ে মেঘমালা আরো গেছে উড়ে,
এ পাতায় আর কত ছবি আঁকা বাকি?
পদ্মা কেন গিয়েছিল সে ভাগীরথীকে ছেড়ে ?
কেন মাঠ নীরব বধির – নাম লয় সমাধির ?
কেন...
বাকি রয়ে সব কথা, দিনান্তের ফাঁকি –
বুক চিতিয়ে মেঘমালা আরো গেছে উড়ে,
এ পাতায় আর কত ছবি আঁকা বাকি?
পদ্মা কেন গিয়েছিল সে ভাগীরথীকে ছেড়ে ?
কেন মাঠ নীরব বধির – নাম লয় সমাধির ?
কেন...